How to buy Mobile-Laptop on installment (EMI) from flopbuy.com Leave a comment

How to buy Mobile, Laptop and bicycle on installment from Flopbuy.com

ফ্লপবাই থেকে কিভাবে পণ্য কিনবেন

ফ্লপবাই.কম থেকে স্বাগতম। দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত জনগণের ক্রয় ক্ষমতা ও লাইফস্টাইলে উন্নয়নে কাজ করে যাচ্ছে ফ্লপবাই.কম। ই-কমার্সে কিস্তি সুবিধা শুধুমাত্র আমরাই দিচ্ছি। নগদে কিনলে থাকছে বিশেষ সুবিধা।

কী কী সেবা-পণ্য বিক্রি হচ্ছে/হবে?

নামকরা সব ব্র্যান্ডের মোবাইল ফোন (Mobile Phone), কম্পিউটার-ল্যাপটপ-ট্যাব (Computer-Laptop-Tab), বাই-সাইকেল (Bicycle), ট্র্যাভেল প্যাকেজ (Travel Package), ফার্নিচার ও টিভি-ফ্রিজসহ গৃহস্থালি সামগ্রী বিক্রি করছি ই-কমার্সের (eCommerce) ডিজিটাল প্রযুক্তিতে। ধীরে ধীরে আরও বিভিন্ন জিনিস-সেবা এই তালিকায় যুক্ত হচ্ছে/হবে। তবে বর্তমানে শুধুমাত্র মোবাইল ফোন-ট্যাব, ল্যাপটপ-কম্পিউটার ও সাইকেল কিস্তিতে বিক্রির সুবিধা দেওয়া হচ্ছে।

কারা পাবেন এই সুবিধা?

বর্তমানে শুধুমাত্র ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার চাকরিজীবীরা এই কিস্তির সুবিধাসহ বিক্রির সেবা পাবেন। তবে নগদ মুল্যে যে কেউ কিনতে পারবেন। সরকারী চাকরিজীবী ও এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক –কর্মচারীরা দেশের যেকোন প্রান্ত থেকে এই সেবা পাবেন।

ঢাকার বাইরের কেউ এই কিস্তি সুবিধা পেতে চাইলে তাকে ঢাকার একজন গ্যারান্টার দিতে হবে, যার মাধ্যমে কিস্তি গ্রহণ করা হবে।

কিস্তির নিয়মাবলী

আগ্রহী ক্রেতার অবশ্যই ন্যাশনাল আইডি ও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

ফ্লপবাই থেকে আপাতত সর্বোচ্চ ৫০,০০০ টাকা দামের পণ্য কিস্তির সুবিধা দেওয়া হচ্ছে। ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পণ্যের জন্য সর্বনিম্ন ৩০% ডাউন পেমেন্ট ও ৩/৬ কিস্তিতে বাকী টাকা পরিশোধের সুযোগ থাকবে। আর পণ্যের দাম যদি ২০,০০০ থেকে ৫০,০০০ হাজারের মধ্যে হয়, তাহলে ৫০% ডাউন পেমেন্ট করতে হবে। বেশি দামের পণ্যের ক্ষেত্রেও ৫০% ডাউন পেমেন্ট প্রযোজ্য হবে।

৩ কিস্তিতে পরিশোধ করলে কিস্তির সঙ্গে ৩০০ টাকা আর ৬ কিস্তিতে পরিশোধ করলে কিস্তির সঙ্গে ৫০০ টাকা হারে বুককিপিং, ও সার্ভিস চার্জ রাখা হবে। তবে কেউ চাইলে বেশি ডাউন পেমেন্ট ও ৩ কিস্তির টাকা ১/২ কিস্তি বা কিস্তির সময়ের আগে বাকী টাকা শোধ করে দিতে পারবেন।

ধরুন- ১২,০০০ টাকা দামের একটি মোবাইল/ট্যাব কিনবেন। সেক্ষেত্রে ৪০০০ টাকা ডাউন পেমেন্ট ও বাকী টাকা ( ৮,০০০ টাকা) পরিশোধে, ৩ কিস্তিতে (২৬০০ টাকা কিস্তি) পরিশোধ করতে হবে। প্রতি মাসের কিস্তির সঙ্গে ৩০০ টাকা হারে বুককিপিং, ও সার্ভিস চার্জ রাখা হবে।

পণ্য-সেবার ওয়ারেন্টি/গ্যারান্টি/সিকিউরিটি

পণ্য বিক্রির পরে পণ্যের ওয়ারেন্টি/গ্যারান্টি/সার্ভিসিং সবকিছুই মূল কোম্পানি থেকে পাবেন।

কিস্তির সুবিধাসহ সেবা পেতে হলে ৩৫০ টাকা দিয়ে আবেদন পত্র সংগ্রহ করে ফরম পূরণ করে ক্রেতার একটি লেটার অব কমফোর্ট দিতে হবে, যা গ্যারান্টারের মতো কাজ করবে। ক্রেতার পরিবারের একজনকে ঐ “লেটার অব কমফোর্ট” প্রদান করতে হবে। ক্রেতার সঙ্গে সঙ্গে গ্যারান্টারের ন্যাশনাল আইডি ও ছবি জমা দিতে হবে।

কিস্তির বিপরীতে ৩/৬টি ব্যাংক চেক প্রদান করতে হবে। সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে হবে। কোন কারনে সময়ের মধ্যে কিস্তি দিতে ব্যর্থ হলে অতিরিক্ত হারে সার্ভিস চার্জ আরোপ করা হবে।

আমাদের অফিস

এন্টার আইডিয়া, হাউস নং ২৬, রোড ৭, ব্লক সি, নিকেতন, গুলশান ১, ঢাকা ১২১২।

যারা এই সুবিধা পেতে চান, তারা ফ্লপবাই.কমের ফেসবুক পাতায় (https://web.facebook.com/flopbuy)  গিয়ে নিজেদের চাহিদা ও ফোন-ইমেইল ইনবক্স করুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।

Leave a Reply

Product Enquiry